Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইফতার নিয়ে ফেরা হলো না হাজেরা বেগমের

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৯:৪২ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৯:৪২ PM

bdmorning Image Preview


ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর রেল ক্রসিং এলাকায় পাথর বোঝাই ট্রাক ও অটোরিকশার (সিএনজি) সংঘর্ষে হাজেরা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের আরেক মেয়ে ও নাতি।

রবিবার (২৬ মে) সন্ধ্যার সময় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় ঘন্টাখানেক অবরোধ করে রাখেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত হাজেরা বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের জগতপুর (সুুুয়াইয়া) গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাহুবল থেকে একটি সিএনজি অটোরিকশা শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়।

হাজেরা খাতুন মেয়ে সাজেদা বেগমের বাসায় রমজান মাস উপলক্ষে ইফতার নিয়ে অলিপুরের বাসায় যাওয়ার সময় লস্করপুর রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনাটিতে নিহত হন। এতে সিএনজিটি দুমুড়ে-মুচড়ে যায়। ঘটনার পর পর ঘাতক ট্রাক পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে হাজেরাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview