Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তেলআবিবেই থাকছে চেক দূতবাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview


ইসরাইলের ডাকে সাড়া দিয়ে তেলআবিব থেকে চেক প্রজাতন্ত্র তাদের দূতবাস জেরুজালেমে নেয়ার বিষয়টি বাতিল করেছে। খবর ইয়েনি শাফাকের।

সোমবার ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী চেক প্রজাতন্ত্রের এমন সিদ্ধান্তে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে চেক প্রজাতন্ত্র জানায়, তারা আন্তর্জাতিক আইন ও সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে শনিবার চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আনড্রেস বাবিস তার দেশের দূতাবাস স্থানান্তরে ইসরাইলের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে বলেন, এই পদক্ষেপটি ইইউ এবং জাতিসংঘের অবস্থানের প্রতি বিরোধিতা করা হয়।

গত বছর, চেক প্রেসিডেন্ট মাইলোস জিমান তাদের দেশের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার বিষয়ে প্রতিশ্রুতি দেন।

এরপর থেকে ইসরাইল বিশ্বের বিভিন্ন দেশকে দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার জন্য সন্তুষ্ট করার চেষ্টা করে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং গুয়েতেমালা আনুষ্ঠানিকভাবে তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করে। জেরুজালেম নিয়েই মূলত মধ্যপ্রাচ্যে সংঘাতের সৃষ্টি হয়, ১৯৬৭ সালে পশ্চিম জেরুজালেম ফিলিস্তিনিদের কাছ থেকে ইসরাইল দখল করে নেয়।

Bootstrap Image Preview