Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মন্দিরে চুরির ঘটনায় আরো একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৫:৪৯ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৫:৪৯ PM

bdmorning Image Preview


বগুড়ার আদমদীঘির সান্তাহারে ডালপট্রি নারায়ন মন্দিরে চুরির ঘটনায় রিপন হোসেন (২৮) নামের আরো একজনকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ।

রবিবার (২৬ মে) সন্ধ্যায় শহরের মাইক্রোস্টান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সান্তাহার রথবাড়ির মিশন স্কুল এলাকার ঈসমাইল হোসেনের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিসুর রহমান জানায়, সান্তাহার ডালপট্রির পারিবারিক নারায়ন মন্দিরে চুরির ঘটনায় জরিত থাকায় রিপনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে পৌর এলাকার ডালপট্রি নারায়ন মন্দিরে চোরেরা জানালার গ্রিল খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করে পিতলের কৃষ্ণ মূর্তিসহ ছোট-বড় ১৭টি মূর্তি মিলে লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ মাত্র ১ দিনের ব্যবধানে চোরাইকৃত সকল মালামাল উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করে।

Bootstrap Image Preview