Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মসজিদ-মাদরাসা পুড়িয়ে দেয়ার হুমকি, মুসল্লিদের প্রতিবাদ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৫:৩০ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৫:৩০ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কুয়াকাটায় আগুন দিয়ে মাদ্রাসা ও মসজিদ পুড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মে) সকাল ১১টায় কুয়াকাটা খানকায়ে রশিদিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকার মুসলমান, মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কুয়াকাটা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মনির ভুইয়া, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী জসিম উদ্দিন বাবুল ভুইয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহীদ দেওয়ান, ভুইয়া মার্কেটের সভাপতি নিজাম উদ্দিন ও মসজিদের ঈমাম আবদুর রহমান।

মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী জাহাঙ্গীর শেখের সর্বোচ্চ শাস্তি ও বিচার দাবি করে এসময় বক্তারা বলেন, অভিযুক্ত জাহাঙ্গীর শেখের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

প্রসঙ্গত, পর্যটন নগরী কুয়াকাটার ঐহিত্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খানকায়ে রশিদিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার জমি ওয়ারিশ সূত্রে পাওয়ার দাবি করে স্থানীয় জাহাঙ্গীর শেখ। মাদ্রাসা ও মসজিদের র্নিমাণ কাজে বাধা প্রদানসহ পুড়িয়ে দেয়ার হুমকিও দেন তিনি। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

এ ঘটনায় জাহাঙ্গীর শেখের বিরুদ্ধে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী জসিম উদ্দিন বাবুল ভুইয়া। (ডায়েরী নং-৮৮৫। তারিখ: ২৪.৫.২০১৯।)

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview