Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কলেজছাত্রীকে চাকরি দেয়ার কথা বলে ধর্ষণচেষ্টা, সম্ভ্রম বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৩:৩৮ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


‘যুগবাণী সমাজকল্যাণ’ নামে একটি এনজিওর এরিয়া ম্যানেজার তানজিরুল হাসান জীবন চাকরি দেয়ার কথা বলে এক কলেজছাত্রীকে অফিসে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করলে মেয়েটি সম্ভ্রম বাঁচাতে দোতলা থেকে লাফিয়ে নিচে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারের আব্দুল হকের তিনতলা ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ওই কলেজ ছাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিথুন রায় জানিয়েছেন, দোতলা থেকে লাফিয়ে পড়ায় মেয়েটির কোমরের হাড় ভেঙে গেছে।

জানা গেছে, এক সপ্তাহ আগে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারে অবস্থিত যুগবাণী সমাজকল্যাণ নামে এনজিওর এরিয়া ম্যানেজার তানজিরুল হাসান জীবনের সঙ্গে টাঙ্গাইলে যাওয়ার সময় বাসে ওই কলেজছাত্রীর পরিচয় হয়। পরিচয় হওয়ার পর জীবন নিজেকে এশিয়া ব্যাংকের বড় কর্মকর্তার পরিচয় দেন। তাকে তার অফিসে চাকরি দেয়ার আশ্বাস দেন। এ নিয়ে তাদের মধ্যে যোগাযোগ হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জীবন ওই এনজিওর এক নারী স্টাফকে দিয়ে তাকে অফিসে ডেকে নেন। সেখানে তার অফিস কক্ষে জীবন ছাড়া অন্য কেউ না থাকায় মেয়েটির সন্দেহ হয়। এ সময় তিনি অফিস কক্ষ থেকে বের হতে চাইলে জীবন তার কক্ষের দরজা আটকে দেয়ার চেষ্টা করেন।

এক পর্যায় কলেজ ছাত্রী কক্ষ থেকে বের হয়ে এলেও নিচে নামার দোতলার গেটটিও বন্ধ পান। এ সময় জীবন তার পিছু নিলে জীবনের হাত থেকে নিজের সম্ভ্রম বাঁচাতে দোতলা থেকে লাফিয়ে নিচে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। এ সময় জীবন পালিয়ে যান। জীবনের বাড়ি বাসাইল উপজেলায় বলে জানা গেছে।

মির্জাপুর থানা পুলিশের ওসি একেএম মিজানুল হক বলেন, মেয়েটির পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি প্রেমঘটিত বা শ্লীলতাহানীর চেষ্টা হতে পারে। তবে মেয়ে অভিযোগ দিলে বিষয়টি পরিষ্কার বোঝা যাবে।

Bootstrap Image Preview