Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘মিশন ২০২১’: পশ্চিমবঙ্গে ১৮০ আসনের টার্গেট দিলেন অমিত শাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০২:৪৯ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০২:৪৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য রাজ্যটিতে ১৮০ আসনে জয়ের টার্গেট বেঁধে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সরকার গড়তে ম্যাজিক ফিগার ১৪৮। ২০২১ সালে এখানে বিধানসভা নির্বাচন হবে। তার আগেই বাংলার দলীয় নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন অমিত শাহ।

পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি বিধানসভা আসনে নির্বাচন হয়। সরকার গড়তে ম্যাজিক ফিগার ১৪৮। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ১৮ আসনে জয়ী হয়েছে। বিগত ২০১৪ সালের লোকসভা আসনে তারা মাত্র ২টি আসনে জয়ী হয়েছিল। বর্তমান লোকসভা ভোটের ফলের নিরিখে দেখা যাচ্ছে রাজ্যে বিধানসভায় বিজেপি ১২৯ আসনে এগিয়ে রয়েছে। তাদের ভোট বেড়ে ৪০ শতাংশ হয়েছে। অন্যদিকে, রাজ্য ক্ষমতাসীন তৃণমূল ৪৩ শতাংশ ভোট পেয়েছে। অর্থাৎ তৃণমূল ও বিজেপির মধ্যে মাত্র ৩ শতাংশ ভোটের ব্যবধান রয়েছে। এক্ষেত্রে বিজেপি সুবিধাজনক অবস্থায় থাকায় তারা এখন থেকেই ‘মিশন ২০২১’ টার্গেট নিয়ে মাঠে নেমে পড়েছে।

এ ব্যাপারে রবিবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে ১৮০টি আসন জয়ের লক্ষ্যে আলোচনা হয়েছে।’

বিজেপির অন্যতম কেন্দ্রীয় সম্পাদক ও পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত দলের সহনেতা সুরেশ পূজারি বলেন, ‘লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি যে ফল করেছে, তাতে স্পষ্ট বিধানসভা ভোটে দল আরও ভালো ফল করবে। এক্ষেত্রে ১৫০ প্লাস টার্গেটে পৌঁছতে বিজেপির কোনো অসুবিধা হবে না। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার শপথগ্রহণের পরে এর যাবতীয় প্রক্রিয়া শুরু হবে।’

এরইমধ্যে বাংলা থেকে জয়ী বিজেপির ১৮ জন এমপিকে নিয়ে গত শনিবার দিল্লির একটি পাঁচতারা হোটেলে বৈঠক করেছেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, রামলাল প্রমুখ। দলীয় সূত্রের খবর, ওই বৈঠকেই প্রাথমিকভাবে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহ কী চাচ্ছেন, তা জানানো হয় বাংলার এমপিদের।

রাজ্য জয়ে ১৪৮ বিধানসভা আসন ম্যাজিক ফিগার হওয়ায় এবং বর্তমানে বিজেপি ১২৯ আসনে এগিয়ে থাকার সুবাদে বাংলার নবনির্বাচিত বিজেপি এমপিরা ওই সংখ্যা বাড়িয়ে ১৫০ আসন পার করা অসম্ভব নয় বলে মনে করছেন।

আগামী ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি। এরপরেই দলীয় রণকৌশল ঠিক করতে বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গ সফর করে ‘মিশন ২০২১’ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

Bootstrap Image Preview