Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতিঝিলে ৩০ লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০২:০৩ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০২:০৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বিভিন্ন শপিংমল ও মার্কেটে জাল টাকা বাজারজাত করার পরিকল্পনা নিয়ে মাঠে নামা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় ৭ জনকে রাজধানীর মতিঝিল থানা এলাকা হতে বিপুল পরিমাণ জাল টাকাসহ ঢাকা মহানগর গোয়েন্দা-উত্তর বিভাগ গ্রেফতার করেছে

গ্রেফতারকৃতরা হলো- মো. শাহীন (৩৭), মোছা. মাহিনুর বেগম (২৬), মোঃ আলী (৩৫), মোঃ রিয়ান নাজিম (২৭), মো. আ. সামাদ (৪৫), মো. আ. করিম (৬০) ও মো. রাসেল (২০)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩০ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়।

২৬ মে, ২০১৯ বিকাল ৫.১০ টায় মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম।

ডিবি সূত্রে জানা যায়, এ চক্রটি আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বিভিন্ন শপিংমল ও মার্কেটে জাল টাকা বাজারজাত করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। এ চক্রটি প্রথমে পাইকারি বিক্রেতার নিকট প্রতি লক্ষ জাল টাকা বিক্রি করে ১৪-১৫ হাজার টাকা, পাইকারি বিক্রেতা প্রথম খুচরা বিক্রেতার নিকট প্রতি লক্ষ জাল টাকা বিক্রি করে ২০-২৫ হাজার টাকা, প্রথম খুচরা বিক্রেতা দ্বিতীয় খুচরা বিক্রেতার নিকট প্রতি লক্ষ জাল টাকা বিক্রি করে ৪০-৪৫ হাজার টাকা। দ্বিতীয় খুচরা বিক্রেতার হাত ধরে এই জাল টাকার মূল্য হয়ে যায় আসল টাকার সমান। মাঠ পর্যায়ে তাদের কর্মীরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করে জাল টাকা বাজারজাত করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview