Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাটিংয়ে ঝড় তোলার পর বল হাতে আশরাফুলের ৫ উইকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০১:৩৯ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


বাংলাদেশ দল যখন ইংল্যান্ডে বিশ্বকাপের জন্য নিজেদের ছক সাজাচ্ছে। তখনই ইংল্যান্ডের আরেক প্রান্তে বল ও ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন মোহাম্মদ আশরাফুল। তার অসাধারণ অলরাউন্ডি নৈপুন্যে তার দল ব্ল্যাকহিথ ক্রিকেট ক্লাব তুলে নেয় ১১২ রানের বিশাল জয়।

ইংল্যান্ডের ঘরোয়া দ্বিতীয় শেণী মর্যাদার কেন্ট ক্রিকেট লিগ প্রিমিয়ার ফাস্ট ইভেলেন প্রতিযোগিতায় খেলছেন আশরাফুল। শনিবার আশরাফুলের দল ব্ল্যাকহিথ আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান করেছিল আশরাফুলদের ব্ল্যাকহিথ। আশরাফুল চার নম্বরে খেলতে নেমে করেন ৪৭ রান ৩৪ বলে। ৪টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা। সর্বোচ্চ রানটি দীপায়ন পলের। ৭৬ রান করেন তিনি। তানভির সিকান্দার করেন ৭০ রান।

প্রতিপক্ষ সেভেনোকস ভাইন ২৭২ রান তাড়া করতে নেমে আশরাফুলের ঘূর্ণিতে দিশেহারা হয় যায়। ৪১.৪ ওভারে দলটি গুটিয়ে যায় ১৫৯ রানে। যেখানে আশরাফুল ১০ ওভার বল করে ৩১ রান খরচায় ৫ উইকেট তুলে নেন আশরাফুল।

Bootstrap Image Preview