Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মধ্যপ্রাচ্যের ইসরায়েলে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজধানী তেলআবিবে বিক্ষোভে অংশ নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নেতানিয়াহু নিজের জন্য দায়মুক্তির ব্যবস্থা করার পাশাপাশি সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্বের ষড়যন্ত্র করছেন বলে খবর ফাঁস হয়ে যাওয়ার পর এই বিক্ষোভ শুরু হয়।

শনিবারের (২৫ মে) ওই বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছে বলে কোনো কোনো সূত্র দাবি করেছে। ইরানি গণমাধ্যম পার্সটুডে এ খবর দিয়েছে।

বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহু হচ্ছেন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী। তিনি এখানে এক ব্যক্তির শাসন চালুর চেষ্টা করছেন। তবে তাকে এ সুযোগ দেওয়া হবে না। উল্লেখ্য, গত এপ্রিলে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু।

নতুন মেয়াদ শুরুর পর এই প্রথম তার বিরুদ্ধে বিক্ষোভ হলো। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে তিনটি মামলা চলছে। এসব মামলা থেকে রেহাই পেতেই দেশটির পার্লামেন্টকে কাজে লাগিয়ে তিনি সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার চেষ্টা করছেন বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন।

Bootstrap Image Preview