Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ১০:০৫ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ১০:০৬ PM

bdmorning Image Preview


অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডটকমের সাবেক সহ-সম্পাদক তরুণ সাংবাদিক ইহসান রেজা ফাগুনের হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দারি জানিয়েছে বক্তরা।

শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকসহ সর্বস্তরের বক্তরা এ দাবি জানান।

আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইগাতী প্রেস ক্লাবের আয়োজনে শেরপুর-ঝিনাইগাতী সড়কের দুপাশে থানা মোড়ে দেড় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বিভিন্ন পর্যায়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃদ।

এ সময় ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি এম খলিলুর রহমানের সভাপতিত্বে এবং শেরপুর ইয়ুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল হক মনিরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি জি এম বাবুল, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন সোহেল, ঝিনাইগাতী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী টিটু, শেরপুর সদর উপজেলা কমিনিস্ট পার্টির সভাপতি সুলেমান আহমেদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সস্পাদক হারুণ অর রশিদ, দিনমনি খেলা ঘর আসরের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক হারুণ, শিশু সাংবাদিক মোশারফ হোসাইন প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে তরুণ সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ২১ মে দুর্বৃত্তের হাতে নিহত হন তরুণ সাংবাদিক এহসান রেজা ফাগুন। জামালপুর সদর উপজেলার নান্দিনা রানাগাছা এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

Bootstrap Image Preview