Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ও নগদ অর্থসহ আটক ৩ 

জাকির হোসেন বাদশা,  মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ১০:০৪ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ১০:০৪ PM

bdmorning Image Preview


মতলব উত্তরে থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১১৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ হাজার ৮'শ ৮৫ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, রাঢ়ীকান্দি গ্রামের আমির হোসেনের ছেলে স্বপনকে (৩৬) ১৫ পিস ইয়াবাসহ নিজ এলাকা থেকে আটক করা হয়। এর পূর্বেও স্বপন ২০১৮ সনের জানুয়ারী মাসে সরকারপাড়া থেকে ২০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় ধরা পড়ে। সে সময় তার বিরুদ্ধে ১৯৯০ সনের মাকদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৯ (ক)/২৫ ধারায় মামলা করা হয়। যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এছাড়াও মতলব উত্তর থানায় দায়েরকৃত মামলা নং- ১৫ (০১)১৮ এর আসামি মোহনপুর খালাসী বাড়ীর মৃত নুরুল ইসলামের ছেলে কামাল হোসেনকে (৪০) শানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের পূর্বপাশের বেঁড়িবাঁধের উপর অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সে ৩টি মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে থানায় একটি জিআর গ্রেফতারী পরোয়ানাও পেন্ডিং ছিল।

উক্ত ওয়ারেন্টের আসামি হিসাবে তাকে গ্রেফতারকালে দেহ তল্লাশীর সময় তার কাছ থেকে উল্লেখিত ৭০ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রয়লদ্ধ নগদ ৭,৮৮৫ টাকা পাওয়া গেলে তা আলামত হিসাবে জব্দ করা হয়। 

আটককৃত অপর আসামি কামালের বিরুদ্ধে মাদক আইনে কুমিল্লা জেলার হোমনা থানার মামলা নং- ৪(২) ১৮, একই জেলার কোতয়ালী মডেল থানার মামলা নং- ৪৬(১১) ২০০৯ এবং ডিএমপি শাজাহানপুর থানার মামলা নং- ৮(১০) ১৫ বিচারাধীন রয়েছে। 

এদিকে শনিবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ১টার সময় টরকী গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সাইফুর রহমান মিথুনকে (৩৭) ৩৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে হাতিঘাটা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কোর্টে পাঠানো হয়েছে।

আটকের বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, মাদকের সঙ্গে জড়িতদের রেহাই নাই। গোপনীয় তথ্যের ভিত্তিতে অপারেশন চলতে থাকবে। 

Bootstrap Image Preview