Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৯:০৮ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মে) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোন সদর সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা সেনা জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি. জি। 

প্রধান অতিথির বক্তব্যে লে.কর্নেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার পিএসসি জি.পাহাড়ে পাহাড়ী ও বাঙ্গালী সকলে মিলেমিশে থাকার কথা উল্লেখ করে বলেন, শান্তির পাহাড়ে ধর্ম-বর্ণ-দল-নির্বিশেষে সকলে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। পার্বত্য অঞ্চলে অপহরণকারী এবং শান্তিচুক্তি বিরোধীদের সহ্য করা হবে না। 

এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যে কোন মূল্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সেনাবাহিনী প্রতিহত করবে। এছাড়াও বড় কোন দুর্ঘটনা এড়াতে সকলের সজাগ দৃষ্টি কামনা করেন।

মতবিনিময় সভায় সামসুদ্দিন ভুইয়া অফিসার ইনচার্জ, মাটিরাঙ্গা থানা, অলি মিয়া ও মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরাসহ প্রমুখ ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। 

সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আরেফিন মোহাম্মদ শাকিল ও মাটিরাঙ্গা থানার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলমসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।  

 

Bootstrap Image Preview