Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে ৩ দিনব্যাপী স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৮:৫২ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৯:০৬ PM

bdmorning Image Preview


জীবননগরে ৩ দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও পুষ্ঠি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ মে) সকাল ১০টায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সমৃদ্ধি কর্মসূচি সীমান্ত ইউনিয়নের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  হলরুমে কনসালটেন্ট ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য সেবা ও পুষ্ঠি কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্য পরিদর্শকদের ৩ দিনব্যাপী স্বাস্থ্য সেবা ও পুষ্ঠি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, ওয়েব ফাউন্ডেশনের সমন্বয়কারী আশরাফুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের স্বাস্থ্য সহকারী ফারজানা, আঃ রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, ওয়েভ ফাউন্ডেশনের লিটন মিয়া।
 

Bootstrap Image Preview