Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোম্পানীগঞ্জে গরীব ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৭:৩২ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৭:৩২ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) পরিবারের উদ্যোগে দারিদ্র সীমার নিচে বসবাসকারী অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলার উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল-দক্ষিনাঞ্চলের নদী কূলবর্তী চরহাজারী-মুছাপুর ক্লোজার, দক্ষিণের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম এলাকার চারটি স্পর্টে এ ইফতার সামগ্রী বিতরণ কাজ অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক তাজউদ্দিন শাহীন, দুপ্রক পরিবার সদস্য আনোয়ার শাহাদাত রিয়াজ, জাবেদ মোঃ আজিজ, ডাক্তার ইবরাহিম সিরাজী, আশরাফুল আলম লিংকন, মোঃ শাহজাহান, সোহেল আহমেদ, মোহাম্মদ রিপন প্রমুখ।

এসময় চারটি স্পর্টে ৬০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

এবিষয়ে প্রধান উদ্যোক্তা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক তাজ উদ্দিন শাহীন বলেন, আমাদেরর ইউনিটগুলো প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও গরীব পরিবারগুলোকে চিহ্নিত করে কার্ড পৌছিয়ে দেয় আর আজ সেই কার্ডের আলোকে ইফতার  সামগ্রী ঐ পরিবারগুলোকে আমরা পৌছিয়ে দিলাম।

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য আমরা ১০০০ পরিবারের কাছে পৌছাবো ইফতার সামগ্রী। সে আলোকে দুপ্রক পরিবার কাজ করে যাচ্ছে। আমরা চাই আমাদের এই কর্মযজ্ঞ দেখে যেনো বাকি মানুষগুলোর মধ্যেও মানবতা জাগ্রত হয়। 

Bootstrap Image Preview