Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটির নিচে আশ্রয়কেন্দ্রে স্কুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৪:৫৬ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৪:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আমেরিকার অবস্থিত আবো এলেমেনটরি স্কুল। এটিপ্রথম পুরোপুরি ভূগর্ভস্থ একটি স্কুল। এ স্কুলের তিনটি প্রবেশপথ আছে। এর ছাদে একটি খেলার মাঠ বানানো হয়েছিল। 

সেগুলোর প্রত্যেকটিকেই ৮০০ কেজি লোহার দরজা সুরক্ষা দিচ্ছে। এটি মূলত বানানো হয়েছিল যুদ্ধের সময় আশ্রয় নেয়ার আশায়।

বলা হয়ে থাকে, এ স্কুলটির সব ধরনের বিস্ফোরণের সামনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা রয়েছে। ছাত্রছাত্রীরা বেশিরভাগ সময়ই জানত না ওরা একটি আশ্রয়কেন্দ্রে স্কুল করছে।

অবশ্য এটি কখনও বিস্ফোরণ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়নি। পরিচর্যামূলক খরচ খুব বেশি বেড়ে যাওয়ায় ১৯৯৫ সালে এ স্কুলটি বন্ধ করে দেয়া হয়।

Bootstrap Image Preview