Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, আটক ১

রমজান আলী, নান্দাইল প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৪:৩৯ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৪:৩৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তারিফ হাসান হৃদয় (১৯) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির পাশ থেকে ছুরিবিদ্ধ অবস্থায় পুলিশ তারিফের লাশ উদ্বার করে। তার অকালমৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহত তারিফ উপজেলার চরভেলামারী গ্রামের মো. মজিবুর রহমানের পুত্র। তিনি খুররুম খান চৌধুরী কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

মামলার বাদী মাজাহারুল ইসলাম জানান, নিহত তারিফ হাসান হৃদয়ের বাড়ি থেকে কিছুদিন পূর্বে ইলিয়াছ উদ্দিন নামে তার এক চাচাতো ভাই মোবাইল চুরি করে প্রেমিকাকে উপহার দেয়। পরে হৃদয় জানতে পেরে ঐ প্রেমিকার নিকট থেকে সাত হাজার টাকা দিয়ে মোবাইলটি উদ্ধার করে। এ নিয়ে উভয়ের মাঝে মনোমালিন্য চলছিলো।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ জানান, লাশ ময়নাতদন্তের জন্য রবিবার কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মাজহারুল ইসলাম বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মামলার প্রেক্ষিতে উল্লাপাড়া থানার চকচাপিলা গ্রামের আব্দুল কাদিরের পুত্র শাহিন আলমকে (২০) আটক করেছেন নান্দাইল থানার পুলিশ।

Bootstrap Image Preview