Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলি; নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০১:০০ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০১:০০ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।নিহত আলম (৪০) উপজেলার সীমান্তবর্তী ধর্মজান ইউনিয়নের কামদেবপুর গ্রামের মোশাহক আলীর ছেলে।

রবিবার ভোরে ওই ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঠালিয়াপাড়া এলাকায় এঘটনা ঘটে বলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান জানিয়েছেন।

আরও তিনি বলেন, ধর্মজৈন এলাকার সীমান্তঘেঁষা ২০/১০ নম্বর পিলারের এস মহাতলা নামক স্থানে আলমকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আলম গরুর ব্যবসা করতো বলে তার বাবা মোশহক আলী জানালেও তিনি সীমান্তে কি কারণে গিয়েছিল সে বিষয়ে কিছু বলতে পারেননি।

Bootstrap Image Preview