Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ৭ গ্রাম প্লাবিত হয়ে দুর্ভোগে হতদরিদ্র মানুষেরা

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৮:০৭ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


হবিগঞ্জের বাহুবলে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে ৭ গ্রাম। এতে করে সীমাহীন দূর্ভোগে পড়েছে ওইসব এলাকার বাসিন্দারা। এছাড়াও ফসল, সবজির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাত থেকে টানা  বর্ষণ হয়। এক দিকে বর্ষণ অন্য দিকে পাহাড় থেকে নেমে আসা পানির যার ফলে হবিগঞ্জে বাহুবল উপজেলার দ্বীগাম্বর ও মাধবী ছড়ার বাঁধ ভেঙ্গে যায়। এতে করে ভারী বর্ষণের আর পাহাড়ি ঢলের পানিতে আশপাশের গ্রাম গুলো এখন পানি বন্দি। 

বাহুবল প্লাবিত গ্রাম গুলো হল, হিলালপুর, হাজীবাদাম, লামাপুটিজুরী, ডুবাঐ বাজার, আব্দু-নারায়নসহ আরো কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়ে।

স্থানীয় সাধারণ মানুষরা জানান, ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় সহজে ছড়ার বাঁধ ভেঙ্গে গেছে। আর এ কারণেই আজ আমরা হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে বাচা-মরার কষ্ঠে আছি।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জসীম উদ্দিন জানান, আমি বিষয়টি স্থানীয় জন-প্রতিনিধিদের মাধ্যমে শুনেছি। ইতি মধ্যে ক্ষতিগ্রস্থদের সঠিকভাবে দ্রুত তালিকা করে সরকারী সকল প্রকার সাহায্য সহায়তা প্রদান করার জন্যে। 

এ ছাড়াও অবৈধ বালু উত্তোলনকারীরা যে কেউ হওক তাদের বিরুদ্ধে কঠোর ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে ভবিষ্যতে কোনদিন আর এই বাহুবলে অবৈধ ভাবে বালু উত্তোলনের জন্য চিন্তাও না করে।

Bootstrap Image Preview