Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লঞ্চ টার্মিনালের টয়লেটে মিলল দুই বোনের লাশ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৫:৩৭ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৬:০৯ PM

bdmorning Image Preview


নরসিংদীতে লঞ্চ টার্মিনালের টয়লেট থেকে সহোদর দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মে) দিবাগত রাত ৮টার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকার নতুন লঞ্চ টার্মিনাল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো- মনোহরদী উপজেলার পূর্ব চালাকচর এলাকার শফিকুল ইসলামের মেয়ে তারিন (১২) ও তাইয়িবা (৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মেঘনা নদীর পারে কাউরিয়াপাড়া লঞ্চঘাটের টয়লেটের ভেতরে দুটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশকে অবগত করলে সদর থানা অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামানের নেতৃত্বে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে পুলিশ তাদের পরিচয় শনাক্ত করে।

এদিকে লঞ্চ টার্মিনালে নবীনগর যাওয়া এক যাত্রী হাবিবুর রহমান বলেন, টয়লেটে প্রস্রাব করতে গিয়ে তিনি এই ঘটনাটি দেখার পর চিৎকার চেঁচামেচি করলে টার্মিনালে থাকা অন্যান্য যাত্রীরা এসে ভিড় করতে থাকে।

এ সময় লঞ্চের এক দায়িত্বে থাকা কর্মকর্তা আল-আমিন বলেন, ২টি মেয়ে তারিন (১২) ও তাইয়িবা (৪) নবজাতককে মৃত অবস্থায় দেখে চোখে জ্বল এসে যায়।

এদিকে শনিবার (২৫ মে) ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়ি মনোহরদীতে লাশ নিয়ে যাওয়ার পর তার পরিবার পরিজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা শেষে মরদেহ দু'টি টয়লেটে ফেলে গেছে হত্যাকারীরা। কী কারণে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview