Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মার্কিন যুদ্ধ জাহাজের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে: আইআরজিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধ জাহাজগুলো কোনো সামরিক অভিযান চালাতে পারবে না। কারণ এসব যুদ্ধ জাহাজের ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আজ (শনিবার) ইরানের ইয়াং জার্নালিস্ট ক্লাবকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। কারণ গোটা পারস্য উপসাগরের ওপর আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।

আলী ফাদাভি বলেন, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন যু্দ্ধ জাহাজগুলো থেকে আমাদের সঙ্গে ফার্সি ভাষায় যোগাযোগ স্থাপন করা হয়। ইরানের দৃঢ়তার কারণে এখন তারা আমাদের সঙ্গে যোগাযোগের জন্য ফার্সি ভাষা ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

আইআরজিসি'র এই প্রভাবশালী কমান্ডার বলেন, পারস্য উপসাগরে এখন যে সংখ্যক মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে তা অতীতের চেয়ে কম। এর আগে এমনও হয়েছে পারস্য উপসাগরে একই সময়ে তিনশ'রও বেশি মার্কিন যুদ্ধজাহাজ ও পাঁচটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন ছিল।

পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। আমেরিকা পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী ' ইউএসএস আব্রাহাম লিঙ্কন' পাঠানোর পর তেহরান-ওয়াশিংটন উত্তেজনা বেড়েছে।

Bootstrap Image Preview