Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিনেমা হলে ‘নরেন্দ্র মোদী’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৫:২৮ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৫:২৮ PM

bdmorning Image Preview


ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। কিছুদিন আগে তাকে নিয়ে নির্মিত হয়েছে ‘পিএম নরেন্দ্র মোদী’। গেলো মাসে সিনেমাটি মুক্তির কথা থাকলেও তা আর হয়ে উঠেনি। সকল বিপত্তির অবসান ঘটিয়ে গেলো শুক্রবার (২৪ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নরেন্দ্র মোদীর বায়োপিক সিনেমা।

‘পিএম নরেন্দ্র মোদী’ সিনেমাটিতে মোদীর চরিত্রে অভিনয় করেছেন বলিউডের তারকা অভিনেতা বিবেক ওবেরয়। সন্দীপ সিংয়ের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন ওমাং কুমার।

সিনেমাটি লোকসভা নির্বাচনে আগে মুক্তি দিলে তা ভোটারদের প্রভাবিত করবে, এমনটাই ধারণা করেছিল বিজেপি বিরোধী অনেক দল। সিনেমাটির মুক্তি ঠেকাতে উঠে পরে লেগেছিল দলগুলো। তবে সকল বাঁধা কাটিয়ে সিনেমাটি মুক্তি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রযোজক সন্দীপ সিং।

এ প্রসঙ্গে সন্দীপ সিং বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই লোকসভা নির্বাচনের সময় সিনেমাটি মুক্তি আটকে গেলেও আক্ষেপ করিনি। শেষ পর্যন্ত ‘পিএম নরেন্দ্র মোদী’ মুক্তি পাওয়ায় আমরা আনন্দিত।’

Bootstrap Image Preview