Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাইক্রোএসডি কার্ড ব্যবহারেও ধাক্কা খেলো হুয়াওয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৫:২৫ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৫:২৫ PM

bdmorning Image Preview


হুয়াওয়ের জন্য একের পর এক খারাপ খবর আসছে।সর্বশেষ যুক্তরাজ্যভিত্তিক প্রসেসর নির্মাতা কোম্পানি এআরএম হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিল করে।

এবার খবর আসলো, মেমোরি কার্ডের স্ট্যান্ডার্ড নির্ধারণ করার প্রতিষ্ঠান এসডিএ অ্যাসোসিয়েশন হুয়াওয়ের সদস্যপদ বাতিল করেছে। অর্থাৎ এখন থেকে হুয়াওয়ে অফিশিয়ালভাবে আর এসডি কার্ড ও মাইক্রোএসডি কার্ড তাদের ফোনে বা ল্যাপটপে ব্যবহার করতে পারবে না।

এসডি অ্যাসোসিয়েশন জানিয়েছে, ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণেই হুয়াওয়ের সদস্য পদ তারা বাতিল করেছে। হুয়াওয়ের বর্তমান ডিভাইসগুলোতে মাইক্রো এসডি কার্ড ও এসডি কার্ড ব্যবহার করা যাবে। তবে পরবর্তী ডিভাইসগুলোতে এ সুবিধা পাওয়া যাবে না।

এছাড়াও, ওয়াইফাই অ্যালাইয়েন্সও হুয়াওয়ের সদস্যপদ বাতিল করেছে। বিভিন্ন ডিভাইসের ওয়াইফাই স্ট্যান্ডার্ড তৈরি করা বা নিয়ন্ত্রণ করার কাজ করে থাকে ওয়াইফাই অ্যালাইয়েন্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর এখন পর্যন্ত গুগল, ইন্টেল, কোয়ালকম, ব্রডকম ও এআরএম হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাতিল করেছে।

Bootstrap Image Preview