Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে টেলিভিশন বিস্ফোরণে স্বামীর পর স্ত্রীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০২:৩৭ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview


টেলিভিশন বিস্ফোরণে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে একটি বাসায় দগ্ধের ঘটনায়  স্বামীর পর মারা গেলেন স্ত্রী সালমা আক্তারও (২৬)।

শুক্রবার (২৪ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সালমার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

গেল শনিবার রাত ২টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালমার স্বামী মোক্তার হোসেন। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে গত বৃহস্পতিবার আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় এক বাসায় টিভি বিস্ফোরণে মুক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী সালমা (২৬) মারাত্মক দগ্ধ হন। তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। 

জানা যায়, পশ্চিম আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকার ২ নম্বর রোডের একটি বাসার নিচতলায় ভাড়া থাকতেন তারা।
বিকেলে মুক্তার হোসেন বাসায় ঘুমিয়ে ছিলেন ও স্ত্রী সালমা রান্নাঘরে ছিলেন। হঠাৎ ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা দু’জনেই দগ্ধ হন। তাদের একমাত্র ছেলে শাফিন এসময় বাসার বাইরে ছিল।

Bootstrap Image Preview