Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইনজুরিতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড দলের অধিনায়ক মরগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০১:৪৫ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০১:৪৫ PM

bdmorning Image Preview


শুক্রবার থেমে মাঠে গড়িয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে প্রস্তুতি পর্ব। এদিন মাঠে নেমেছিল শ্রীলঙ্কা ও আফ্রিকা। এই ম্যাচে হারের মুখ দেখেছে শ্রীলঙ্কা। তবে হারের সঙ্গে শ্রীলঙ্কা শিবিরে এই ম্যাচে হানা দিয়েছে ইনজুরি। তবে শুধু শ্রীলঙ্কা দলেই নয় স্বাগতিক ইংল্যান্ড দলে ইনজুরিতে পড়েছে অধিনায়ক ইয়ার মরগান। 

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৮তম ওভারে ঘটে ঘটনাটি। প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ দু প্লেসির শট আটকাতে গিয়ে বিপজ্জনকভাবে পা পিছলে পড়ে যান ডানহাতি তরুণ ওপেনার আভিষ্কা ফার্নান্দো। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। গোড়ালিতে গুরুতর চোট পান তিনি।

শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট জানিয়েছেন, এক্স-রে করানো হয়েছে আভিষ্কার। রিপোর্ট হাতে পাওয়ার পরে জানা যাবে চোট কতটা গুরুতর।

এদিকে এদিনই দলের সঙ্গে সাউদাম্পটনে অনুশীলনের সময় চোট পান বাঁ হাতের তর্জনীতে চোট পান ইয়ান মরগান। এরপর অনুশীলন না করে মাঠ ছাড়েন তিনি। তবে আপাতত এক্সরে করার পরামর্শ দিয়েছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের ফিজিও।

এক্সরে করার আগ পর্যন্ত বলা হচ্ছে, আঘাতের পরিমাণ বেশি নয়। তবে অপেক্ষা করতে হবে এক্সরে রিপোর্ট পাওয়া পর্যন্ত।

ইংলিশ স্পিনার লিয়াম ডসন বলেছেন, আমি মনে করি মরগ্যানের চোট খুব বেশি গুরুতর না। আশা করি সে দ্রুত ফিট হয়ে যাবে।

শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আজকের এই ম্যাচে অনিশ্চিত মরগান।

Bootstrap Image Preview