Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে চারটি ম্যাচে বিশেষ নজর কোহলির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ১০:০৯ AM
আপডেট: ২৫ মে ২০১৯, ১০:০৯ AM

bdmorning Image Preview


পাঁচ দিন পর পর্দা উঠছে বিশ্বকাপের দ্বাদশ আসরের। আগামী ৩০ মে থেকে ১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এই দ্বাদশ আসর। এই আসরে অংশ নিয়ে প্রতিদ্বন্ধিতা করছে দশটি দল।

আইসিসি আয়োজিত এই আসরে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকটি দল একবার করে এবে অপরের মুখোমুখি হবে। ইংল্যান্ডে আয়োজিত এই আসরে অন্যতম ফেবারিট দল ভারত। ফেবারিটের তকমা নিয়ে ভারত মাঠে নামলেও প্রথম চার ম্যাচে বিশেষ নজর ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির।

নিজেদের প্রথম চার ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই চার ম্যাচই কোহলির দৃষ্টিতে চ্যালেঞ্জ। কোহলি বলেন, ‘আমাদের চারটি কঠিন ম্যাচ আছে। ম্যাচগুলো দিয়ে একটা ছন্দ খুঁজে নিতে হবে আমাদের। আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। এটা বিশ্বকাপ। তবে ভালো ব্যাপার হলো ম্যাচগুলোর মধ্যে বেশ বিরতি আছে।’

কোহলি মনে করেন, প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে অতীতের যেকোনো আসরের চেয়ে বেশি জমজমাট হবে এবারের বিশ্বকাপ। এছাড়া প্রতিটি দলকেই তিনি করছেন সমীহ।

কোহলি বলেন, ‘ফরম্যাটের বিবেচনায় এটা নিশ্চিতভাবে সবচেয়ে চ্যালেঞ্জিং একটি বিশ্বকাপ হবে। তাছাড়া, আপনি যদি সবগুলো দলের দিকের তাকান দেখবেন সবাই খুব কাছাকাছি শক্তির।’

Bootstrap Image Preview