Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদিকে তারেকের চিঠি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৭:৪৫ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৭:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের ১৭ তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনে চিঠি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাজধানীর বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদেরকে এ কথা জানান।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারতের নির্বাচন ভালো হয়েছে। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে সক্ষম হরেছেন। যেটা বাংলাদেশে পারে নাই। আর ইতিমধ্যে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে তারেক রহমানের পক্ষ থেকে চিঠি ভারতের হাই-কমিশনে দেওয়া হয়েছে।

আমির খসরু বলেন, আমরা আশা করি, ভারত ও বাংলাদেশের সম্পর্ক হবে, দেশ ও জনগণের মধ্যে। এছাড়া দু’দেশের স্বার্থ ও মানুষের সম্মানের ভিত্তিতে সম্পর্ক হবে।

গতকাল বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়। এতে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে জয় পায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। ৫৪২ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন।

Bootstrap Image Preview