Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীকে নকল দিতে গিয়ে পুলিশের এএসআই কারাগারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৭:৪৩ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৭:৪৩ PM

bdmorning Image Preview


পটুয়াখালিতে প্রথমিকের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় স্ত্রীকে নকল সরবরাহ করার অভিযোগে পুলিশের এক উপ-সহকারী পরিদর্শককে (এএসআই) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ মে) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর রশিদ কিশলয় বিদ্যানিকেতন পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের খবর পাওয়া যায়।

ঘটনায় অভিযুক্ত পটুয়াখালী সদর সার্কেল অফিসে দায়িত্বরত এএসআই মাহবুবুর রহমানকে প্রশ্নের সংশোধনকৃত উত্তরপত্রসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ নুরুল হাফিজ জাজান, দায়িত্ব না থাকা সত্ত্বেও অভিযুক্ত মাহবুবুর রহমান পুলিশের পোশাক পড়ে পরীক্ষা কেন্দ্রে যান। সেখানে তিনি বহুনির্বচনী প্রশ্ন সংশোধন করে তার স্ত্রীকে সরবরাহ করছিলেন।

এসময় কেন্দ্রের দায়িত্বে থাকা মেজিস্ট্রেট তাকে একাধিকবার নিষেধ করেন। কিন্তু এএসআই মাহবুবুর রহমান মেজিস্ট্রেটের কথা অমান্য করেন। তখন অন্যান্য পুলিশের উপস্তিতিতে তার কাছ থেকে উত্তর পত্রের সংশোধনকৃত কাগজ উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview