Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সন্ধ্যায় পদত্যাগ করছেন মোদি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৫:০৭ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৫:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিপুল ব্যবধানের এই বিজয়ের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে ১৬তম লোকসভা ভেঙ্গে দিতে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক আহ্বান করেছেন।

এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় বৈঠকে বসছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট সরকারের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৈঠকে বর্তমান ১৬তম লোকসভা ভেঙে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় সিদ্ধান্তটি পাস হওয়ার পর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আনুষ্ঠানিকভাবে চলতি লোকসভা ভেঙে দিলে শুরু হবে ১৭তম লোকসভা গঠনের প্রস্তুতি। চলতি ১৬তম লোকসভার মেয়াদ শেষ হবে ৩ জুন। একই সঙ্গে আজ সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিতে পারেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, গতবারের চেয়ে আরও বেশি আসন নিয়েই দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন নরেন্দ্র মোদি। শপথ নেওয়ার আগে গুজরাট ও বারাণসী যাবেন মোদি। আগামী ২৮ মে তার বারাণসী যাবার কথা রয়েছে।

৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। এদিকে, নির্বাচনে বড় জয়ের পর থেকেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রধানদের কাছ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি।

অপরদিকে, শুক্রবার মোদির নেতৃত্বে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে। সব কেন্দ্রীয় মন্ত্রীকে ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। শুক্রবারের এই বৈঠকে কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হবে।

লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। মোদি-শাহ জুটি আবার প্রমাণ করেছে, এই মুহূর্তে দেশে কোনও বিরোধী বিকল্প নেই।

এবারের লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন।

Bootstrap Image Preview