Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বেতন-বোনাসের দাবিতে রাজধানীতে গার্মেন্টস শ্রমিকরাদের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৩:৪৩ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


রাজধানীতে ২০ রমজানের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিকরা।

শুক্রবার (২৪ মে) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অবিলম্বে শ্রমিকদের পাওনা পরিশোধ ও বোনাস দিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ ২০ রমজান তথা ২৬ মে’র মধ্যে চলতি মাসের বেতন, পূর্ণ উৎসব বোনাসসহ সব পাওনা পরিশোধ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তারা বলেন, দানব সরকার দেশটাকে লুটপাট করে খাচ্ছে অথচ এ দেশ যাদের শ্রমের বিনিময়ে এগিয়ে যাচ্ছে, তাদের সুবিধা দেওয়া হচ্ছে না। বরং রক্ত চুষে খাচ্ছে। শ্রমিকদের পাওনা না দিলে কঠিন মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

পরিষদের সদস্য সচিব নাঈমুল আহসান জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিষদ সদস্য আব্দুল ওয়াহেদ, আহসান হাবিব বাবুল, খালেকুজ্জামান লিপন, সরদার মোর্শেদ, কামরুন্নাহার, মিলি আক্তার প্রমুখ।

Bootstrap Image Preview