Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, জুলাই ২০২০ | ২২ আষাঢ় ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির কথায় অধিনায়কদের হাসির রোল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ১২:১০ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ১২:১০ PM

bdmorning Image Preview


বৃহস্পতিবার বিশ্বকাপের দশ দলের অধিণায়কদের নিয়ে লন্ডনে আইসিসি আয়োজিত ‘মিট দ্য ক্যাপ্টেন’ অনুষ্ঠিত হয়েছে। যেখানে সব অধিনায়ক বিশ্বকাপে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। সেখানেই মাশরাফির একটি উত্তরে অধিনায়কদের মধ্যে হাসির রোল পড়ে যায়। 

আইসিসি আয়োজিত ঐ অনুষ্ঠানে বিশ্বকাপে মাশরাফি দল নিয়ে নিজের প্রত্যাশায় জানানোর সময় বলেন, ‘আয়ারল্যান্ডে শেষ সিরিজে আমরা অনেক ভালো খেলেছি। আমরা আশা করি, দুই তারিখে ডু প্লেসিদের বিপক্ষে ভালো খেলব। আশা করি, আমরা ভালো শুরু করব।’

এ সময় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্লাপ ডু প্লেসি মাশরাফির সাথে একই সোফায় বসে ছিলেন। মাশরাফির উত্তর শুনে তিনি বলেন,  ‘আমি আশা করি না।’ এর পরেই  হাসির রোল পড়ে যায় এই অনুষ্ঠানে।

আগামী ২ জুন দ্য ওভালে আফ্রিকার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। মাশরাফির কথায় পুরো আসরে দল কেমন করবে সেটি নির্ভর করছে আফ্রিকা ম্যাচের উপর।

মাশরাফি বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা, নিজেদের দিনে যে-কেউ যে-কাউকেই হারাতে পারে। আমরা আত্মবিশ্বাসী, আমরা যেকোনো দলকেই হারাতে পারব। কিন্তু সবচকিছুই ডিপেন্ড করবে কেমন শুরু করছি তার ওপর।’

বাংলাদেশ সম্পর্কেও কথা বলেন মাশরাফি। টাইগার দল নিয়ে এই অধিনায়ক বলেন, ‘সিনিয়র ও জুনিয়রদের নিয়ে গড়া আমাদের একটি ভালো দল রয়েছে। তারা আসলেই অনেক ভালো ক্রিকেট খেলে।’

Bootstrap Image Preview