Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিরাট কোহলিকে দলে নিতে চান মাশরাফি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০১:২২ AM
আপডেট: ২৪ মে ২০১৯, ০১:২২ AM

bdmorning Image Preview


আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলের অধিনায়কদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল আইসিসি। সেই অনুষ্ঠানেই ভারত অধিনায়কের প্রতি মাশরাফির ভালো লাগার কথা জানা গেল। 

অনুষ্ঠানে সব দলের অধিনায়কের উদ্দেশে একটি মজার প্রশ্ন ছিল। যদি যে কোনো দেশের একজন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকত, তাহলে কাকে নিতেন। উইন্ডিজের জেসন হোল্ডার ও আফগানিস্তানের গুলবাদিন নাইব প্রশ্নটার উত্তর এড়িয়ে গেছেন। তবে মাশরাফি কোহলির দিকে আঙুল দিয়ে বলেছেন, তিনি সময়ের ভয়ংকরতম এই ব্যাটসম্যানকেই সুযোগ পেলে নিজের দলে নিতেন। 

পাশাপাশি বিশ্বকাপ নিয়ে ম্যাশ আরও বলেন, 'আমাদের দলে দারুণ সব ক্রিকেটার আছে। বেশ কজন সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি তরুণেরাও উঠে আসছে। যারা দারুণ ক্রিকেট খেলছে। অভিজ্ঞতা আর তারুণ্য মিলিয়ে দারুণ মিশেল আছে আমাদের দলে। আয়ারল্যান্ডে হয়ে যাওয়া গত সিরিজেও সবাই ভালো খেলেছে। আশা করছি বিশ্বকাপটাও ভালোভাবে শুরু করতে পারব। ২ জুন ফাফের (ডুপ্লেসিস) দলের বিপক্ষেই তো আমাদের শুরু। আশা করছি ভালো শুরুই হবে।' 

Bootstrap Image Preview