Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডোমারে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview


নীলফামারী ডোমারে অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি নুর ইসলাম বাবুকে (৩৪) গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

বুধবার (২২মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমানের নেতৃত্বে এএসআই সামছুল আলম, ফারুক হোসেন উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মুসার মোড় এলাকার একটি বাড়ি  থেকে নুর ইসলাম বাবুকে আটক করেন।

ডোমার থানা এএসআই সামছুল আলম জানান, পঞ্চগড় জেলার বোদা থানার নাশিনি মামলা নং-২৮/১৪ এর অপহরণ মামলায় ১৪ বছরের সাজা হয় বাবুর। সে জয়পুরহাট জেলার কালাই পৌরসভার আব্দুল মান্নানের ছেলে। মামলায় সাজা প্রাপ্ত হওয়ার পর থেকেই সে পলাতক ছিল।

গত ৩ বছর পূর্বে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ওস্তা পাড়া গ্রামের মোসলেম মেকারের ছেলে খাটো মাষ্টারের সাথে পরিচয়ের সূত্রধরে ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে লাইজু বেগমকে বিয়ে করে সেখানেই সংসার করতে থাকে এবং বাবুর সহযোগী খাটো মাষ্টার মিলে একটি চক্র ডোমার, ডিমলা চিলাহাটি এলাকায় চুরি ছিনতাইসহ নানা ধরনের প্রতারণা করতো।

আটকের পর বৃহস্পতিবার (২৩ মে) জয়পুরহাট সদর থানার পুলিশ এসে তাকে নিয়ে জয়পুরহাট জেলা কারাগারে পাঠায়।

তিনি আরো জানান, চুরি, ছিনতাই ও প্রতারণার সাথে জড়িত বাবুর সহযোগীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়টি নিশ্চিত করেছেন, ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান। 

Bootstrap Image Preview