Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে হেরেও মানুষের মন জয় করে নিলেন রাহুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের লোকসভা নির্বাচনে ভরাডুবির পর মাত্র দশ মিনিটের সংবাদ সম্মেলন করেছেন রাহুল। ঝড়ের মতো এলেন। বড়জোর ৪ থেকে ৫টি প্রশ্নের উত্তর দিলেন। ঝড়ের মতো চলেও গেলেন। 

বৃহস্পতিবার (২৩ মে) এভাবেই সংক্ষেপে সংবাদ সম্মেলন শেষ করেছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

পরাজয় মাথা পেতে স্বীকার করে রাহুল বললেন, কোনটা ভুল হয়েছে, আজ এ নিয়ে আলোচনার দিন নয়। জনতা নরেন্দ্র মোদিকে স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে। জনতার রায়কে সম্মান জানাচ্ছি।

কংগ্রেসের  সভাপতি বলেন, জনগণই মালিক। জনগণের রায়কে সম্মান জানাচ্ছি। পরাজয় খতিয়ে দেখতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে।

দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশে ওয়াইনাডের বিজয়ী প্রার্থী রাহুল বলেন, ভাবনার কখনো পরাজয় হয় না। ভয় করবেন না। একসঙ্গে লড়ে মোকাবেলা করব আমরা।

আমেথিতে ঐতিহাসিক হার হয়েছে কংগ্রেসের। ওই কেন্দ্র থেকে তিনবারের সাংসদ রাহুল কার্যত ধরাশায়ী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে। আমেথির পরাজয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বল্প জবাবে বলেন, স্মৃতি ইরানিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যাশা করছি, ওই আসনের মানুষকে স্মৃতি ইরানি ভালোবাসা দিয়ে দেখাশোনা  করবেন।

সাংবাদিকদেরও ধন্যবাদ জানান রাহুল। তবে দলের ভরাডুবির দিনে মোদিকে হালকা খোঁচা দিতে ছাড়েননি তিনি। রাহুল বলেন, আমার ওপর যতই ঘৃণা প্রকাশ করা হোক, ভালোবাসা দিয়ে তা মোকাবেলা করবো। এটাই আমার দর্শন। ভালোবাসার কোনো পরাজয় হয় না। কিন্তু বাস্তবের মাটিতে সত্যিই পরাজয় হয়েছে। এ কথা মানতে কোনো দ্বিধা নেই বলে জানিয়েছেন রাহুল।

৫৪২ আসনের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন। বিজেপি একাই ৩০০'র বেশি আসনে জয় পেতে যাচ্ছে।

এর আগে ২০১৪ সালে বিজেপি ২৮২ আসনে জয় পেয়েছিল, জোটসঙ্গীদের নিয়ে দলটির আসন দাঁড়িয়েছিল ৩৩৬।

গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করছে। বিজেপির বিশাল ব্যবধানের এই জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি টুইট করেছেন। এতে তিনি বলেছেন, আবারও ভারত জিতেছে।

ভূমিধস এই জয়ের পর টুইটে নরেন্দ্র মোদি বলেন, আমরা একসঙ্গে লড়বো। একসঙ্গে সমৃদ্ধ হবো। আমরা একত্রে শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক ভারত গড়বো। ভারত আবারও জয়ী হয়েছে। বিজয় ভারত।

 

Bootstrap Image Preview