Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টানা ৬ ঘণ্টা কৃষকের ধান কাটলেন শোভন-রাব্বানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৮:৫৬ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ১০:১১ PM

bdmorning Image Preview


এবার কৃষকের ক্ষেতের ধান কাটতে একসঙ্গে মাঠে নামলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বৃহস্পতিবার ছাত্রলীগের এ দুই নেতা মুন্সীগঞ্জের একটি কৃষিক্ষেতে গিয়ে নেতাকর্মীদের নিয়ে ধান কাটতে নামেন।

সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক উৎসাহ-উদ্দীপনায় কাজ করার প্রতি উৎসাহ বাড়িয়ে দেবে এবং কৃষির গুরুত্ব উপস্থাপিত হবে।

স্থানীয় সূত্র জানায়, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া চড়ে হাসেম বেপারীর জমির ধান কেটে সহযোগিতা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেলের নেতৃত্বে কৃষক হাসেম বেপারীর ধান কাটা শুরু হয়। বেলা ১১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাংগঠনিক সম্পাদক সাবরিনা ইতিসহ কেন্দ্রীয় কমিটির নেতারা ধান কাটায় যোগ দেন। বিকেল ৪টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও সহ-সম্পাদক রনী চৌধুরী ধান কাটায় অংশ নেন। প্রায় ছয় ঘণ্টা ধরে মাঠে ধান কাটেন তারা।

এছাড়া কৃষকের ধান কাটায় অংশ নিয়েছেন সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু, শ্রীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি লিজু আহমেদ, সাধারণ সম্পাদক আবির আহাম্মেদ সৈকত, লৌহজং উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব বাসার, সাধারণ সম্পাদক শেখ শাওন, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রাব্বী ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন প্রমুখ।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতাকর্মীদের নিয়ে কৃষকের মাঠের ধান কাটায় সহযোগিতা করায় কৃষকদের উপকার হয়েছে। এ কাজটি কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে।

এসব বিষয়ে ফেসবুকে হাস্যরস নিয়ে তাদের জিজ্ঞাসা করলে বলেন, আপনি ভালো কাজ করলেও সমালোচকরা সমালোচনা খুঁজে বের করবে। আমরা এখানে এসেছি আমাদের সংগঠনের নেতা কর্মীদের উৎসাহিত করতে যাতে তারা কৃষকদের সহায়তা করে। আমরাও কৃষকদের সঙ্গে রয়েছি।

এর আগে বুধবার গোলাম রাব্বানী নেতাকর্মীদের নিয়ে সাভারে একটি ক্ষেতের গিয়ে কৃষকের ধান কেটে দেন।

Bootstrap Image Preview