Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে চারজনকে জরিমানা

দেবহাটা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৮:৫১ PM

bdmorning Image Preview
প্রতীকী


সাতক্ষীরার দেবহাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে ৪ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন আইন-১৯৯৭ এর আওতায় গাজীরহাট বাজারের মৎস্য ব্যবসায়ী জগন্নাথপুর গ্রামের আনন্দ রং ও শফিকুল ইসলামকে মোট ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান ও দেবহাটা থানার এএসআই আবু হানিফ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ২ জুয়ারীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- সখিপুর গ্রামের আব্দুল করিমের পুত্র শুকর আলী ও খেজুরবাড়িয়া গ্রামের মহরম মিস্ত্রির ছেলে কাশেম আলী।

Bootstrap Image Preview