Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পরিবারের কাছে পৌঁছেছে গ্যাস সিলিন্ডারের আগুনে নিহত চারজনের লাশ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের চারজন নিহতের পর তাদের লাশ গ্রামে বাড়ি পটুয়াখালীতে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (৩২ মে) বিকেল তিনটায় লাশবাহী গাড়ি জেলার বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের কালিকাপুর গ্রামে পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। আত্মীয় ও প্রতিবেশীদের আহাজারিতে ভারী হয়ে উঠে এলাকার পরিবেশ।

সূর্যমণি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু সাংবাদিকদের জানান, বাদ আসর পারিবারিক কবরস্থানে তাদের লাশ দাফন করা হবে।

উল্লেখ্য, গাজিপুরের রেনেসাঁ অ্যাপারেলস পোশাক কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর শাহ আলম (৩৮), তার স্ত্রী একই কারখানার সুইং অপারেটর মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। ইসলামপুর শরীফ মার্কেটের ভাড়া বাসায় থাকতো। গতকাল রাতে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ডে তারা দগ্ধ হয়ে মারা যায়।

Bootstrap Image Preview