Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ ২ জনের বিরুদ্ধে মামলা 

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৬:১২ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৬:১২ PM

bdmorning Image Preview


বগুড়ার মথুরাপুর ইউনিয়নে বিএনপি ও স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরের দিকে একটি বীমা কোম্পানীর সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাদী হয়ে এ অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোয়ালভাগ গ্রামের মফেত আলীর ছেলে রেজাউল করিম বায়রা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের (ইসলামী ডিপিএস) সহকারী ব্যবস্থাপনা পরিচালক। একই এলাকার অলোয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম (৩৫) ও কাশিয়াহাটা গ্রামের মোজাহার আলী তালুকদারের ছেলে মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রুবেল তালুকদার (২৫) বীমা কর্মকর্তা রেজাউলকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। 

এ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর ফলে বিএনপি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ওই বীমা কর্মকর্তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে বুধবার (২২ মে) দুপুরের দিকে বীমা কর্মকর্তা রেজাউল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে মথুরাপুর-খাটিয়ামারি সড়কের কাশিয়াহাটা কলাতলা ব্রীজের নিকট পৌছলে বীমা কর্মকর্তার পথরোধ করে বিএনপি নেতা রেজাউল ও স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল এক লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা বীমা কর্মকর্তা রেজাউলকে মারধর করতে থাকে।

এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছলে চাঁদাবাজরা কৌশলে সটকে পড়ে। এঘটনায় বীমা কর্মকর্তা রেজাউল করিম বাদী হয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৩ জনের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ দিয়েছে।

মথুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল ইসলাম বলেন, বীমা কর্মকর্তার নিকট থেকে চাঁদা চাওয়ার ঘটনাটি মিথ্যা। আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি। একই এলাকার বাসিন্দা হলেও তার সাথে দীর্ঘদিন ধরে আমার কথাবার্তা কিংবা দেখা সাক্ষাতই হয় না।  

মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল তালুকদার বলেন, এক বছর আগে আমার এক আত্মীয়র বীমার মেয়াদ পূর্ণ হলেও টাকা পরিশোধ করছে না রেজাউল। তাই তাকে বীমার টাকা পরিশোধের জন্য চাপ দিয়েছি। এছাড়া তার নিকট থেকে ৫ হাজার টাকা ধার নিতে চেয়েছি। অথচ আমার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দিয়েছে। 

ধুনট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহানুর রহমান বলেন, বীমা কর্মকর্তার নিকট থেকে চাঁদার টাকা দাবির অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


 

Bootstrap Image Preview