Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ৭

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৬:০০ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে পৃথক অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২২ মে) দিবাগত রাতে জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট নতুন বাজার এলাকা থেকে সীমান্তের ‘শিলং তীর’ জুয়া খেলার এজেন্ট তৌফিক মিয়াকে গোয়েন্দা পুলিশ আটক করে।

এ ছাড়াও বুধবার রাতেই জেলা শহরের সুরমা মার্কেটে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের অপর একটি টিম ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে।

আটককৃতরা হল, সুনামগঞ্জ শহরের আরপিন নগরের মোহাম্মদ আলীর ছেলে আশিক মিয়া, তেঘরিয়ার কোহিনুর মিয়ার ছেলে সোনাই মিয়া।

অপরদিকে বুধবার রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে অজ্ঞান পার্টির আরো ৪ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আটকৃতরা হল, সুনামগঞ্জ শহরের বাধনপাড়ার ফারুক মিয়ার ছেলে আলী রাজ, ওয়েজখালির সেজুল মিয়ার ছেলে আব্দুর রহমান, আব্দুল আলীর ছেলে আলী নূর, সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ফজলুল হকের ছেলে রাজিব মিয়া।

অজ্ঞান পার্টির সদস্যদের হেফাজত থেকে চেতনা নাশক মলম, রুমাল, মাদক ব্যবসায়িদের নিকট থেকে ইয়াবা ও জুয়ারি নিকট থেকে শিলং তীর খেলার টুকেন, মোবাইল ফোন সেট জব্দ করা হয়।

এ দিকে আজ বৃহস্পতিবার জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে তাহিরপুর ও সদর মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview