Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদির বিজয়ের খবরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল পাকিস্তান‍!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৫:৪২ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৫:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের নির্বাচনের ফলাফলে মোদি জোয়ারের খবর আসতে না আসতেই এবার একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে প্রতিবেশী চিরবৈরী পাকিস্তান। বৃহস্পতিবার এক ঘোষণায় দেশটি শাহীন-২ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের এ পরীক্ষাকে প্রশিক্ষণ উৎক্ষেপণ বলে বর্ণনা করেছে।

দেড় হাজার মাইলের পাল্লার ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে জল-স্থলের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে বলে জানা গেছে।

এটি প্রচলিত ও পারমাণবিক উভয় ধরনের অস্ত্র বহনে সক্ষম বলে জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শাহীন উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি এ অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের কৌশলগত প্রয়োজন মেটানোর পূর্ণ সক্ষমতা রাখে।

পর্যবেক্ষকদের ধারনা, প্রতিবেশী কোনো দেশের নাম না নেয়া হলেও ভারতকে সতর্ক করতেই পাকিস্তান পরীক্ষাটি চালিয়েছে।

ভারতের ভোট গণনায় দেখা গেছে, দেশটির প্রধানমন্ত্রী ও তার দল কট্টরহিন্দুত্ববাদী বিজেপি বিরোধীদের তুলনায় বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। আরও পাঁচ বছরের জন্য ক্ষমতার মসনদ নিশ্চিত হচ্ছে নরেন্দ্র মোদির।

২০১৪ সালের সাধারণ নির্বাচনে ২৮২ আসনে জয়ের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ছে বিজেপি। এনডিটিভি বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে জয় পেয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯৪ এবং অন্যান্য দলগুলো ১০৬টি আসনে এগিয়ে রয়েছে।

গত ১১ এপ্রিল শুরু হয়ে ১৯ মে মোট সাত ধাপে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ভোটার ছিল প্রায় ৯০ কোটি। এক হাজার ৮৪১টি রাজনৈতিক দলের আট হাজারেরও বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ছিলেন চারজন। ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন সম্পন্ন হতে সময় লেগেছিল তিন মাস।

Bootstrap Image Preview