Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা

রিদুয়ান হাফিজ, চকরিয়া-পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৫:০৩ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৫:০৩ PM

bdmorning Image Preview


বাজারে ধানের দামের চেয়ে শ্রমিকের দাম বেশি হওয়ার কারণে দেশের অন্যান্য স্থানের মতো চকরিয়ার অনেক কৃষক ধান কাটা থেকে বিরত ছিলেন। এ অবস্থা থেকে গরিব কৃষককে মুক্তি দিতে এগিয়ে এসেছেন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি রিদুওয়ান শাওনের নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগ কর্মী। তারা ধান কেটে দেন।

বুধবার (২২ মে) চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের জালিয়াপাড়া মাতামুহুরির চরে কৃষকের ৪০ শতক জমির ধান কেটে দিয়েছে। আজও তারা এ গ্রামের আরও কয়েকজন কৃষকের ধান কেটে দিচ্ছেন।

চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিদুওয়ান শাওন বলেন, কৃষিবান্ধব মমতাময়ী নেত্রীর নেতৃত্বে কৃষকদের পাশে থাকার জন্য বলেছেন, সেই আহ্বানে সাড়া দিতে আমরা গরিব মানুষের ধান কেটে দিই। আমরা খুশি হয়ে কেটে দিয়েছি।

বিনা টাকায় ধান কেটে ঘরে তুলতে পারায় চতরা গ্রামের বাবুল প্রধান বেজায় খুশি হয়ে বলেন, ‘আল্লাহ, ওই স্কুলের স্যার ও বাচ্চা ছাওয়াদের যেন খুব ভালো করে।'

বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির পরিচালক আবদুর রব প্রধান জানান, এলাকার গরিব চাষিদের ধান স্বেচ্ছাশ্রমে কেটে ঘরে তুলে দেওয়ার সিদ্ধান্তে স্কুলের শিক্ষার্থীরা খুশি হয়ে সারা দিয়েছে।

Bootstrap Image Preview