Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিপুল জয়ের পর প্রথম টুইটে যা বললেন ‘মোদি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৫:০০ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৫:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতীয় নির্বাচনে সাত ধাপের দীর্ঘ ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপের ফলাফলই সত্যি হতে যাচ্ছে। আরও শক্তিশালী হয়ে ক্ষমতায় থাকছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সরকার গঠন করতে যতটা আসন লাগে, তার চেয়ে বেশি নিশ্চিত হওয়ার পর তিনি বলেন, ভারত ফের জিতে গেল।

টুইটে তিনি বলেন, আমরা একসঙ্গে বড় হই। সমৃদ্ধও হই একসঙ্গে। কাজেই একইসঙ্গে শক্তিশালী ও সম্মিলিতভাবে ভারত গড়ে তুলব। ভারত আবারও জিতে গেল।

প্রসঙ্গত, নিজেকে চাওয়ালা পরিচয় দিয়ে বছর পাঁচেক আগে ভোটের লড়াইয়ে জিতে ভারতের সিংহাসনে বসেছিলেন মোদি। আর এবার ভোটের আগে শাসক পরিচয়ের বদলে নিজেকে চৌকিদার হিসেবে তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার ভোট গণনায় দেখা যায়, কংগ্রেস পরিবারের প্রতিনিধি রাহুল গান্ধীর পরিবর্তে চৌকিদার মোদীতেই ভরসা খুঁজেছেন ভারতের প্রায় ৯০ কোটি ভোটার।

Bootstrap Image Preview