Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০১:৫৩ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০১:৫৩ PM

bdmorning Image Preview


কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় 'বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল দশটায় সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ। এতে রিসোর্স পারসন হিসেবে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর (উপসচিব)। এতে আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরোয়ার কাজল, বিশিষ্ট সাংবাদিক মোঃ আলী জিন্নাহ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও  সাংবাদিক বৃন্দ।

বক্তারা বলেন, বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায়। বর্তমান সরকার বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতার উপর গুরুত্ব আরোপ করেছে।বিদেশে যারা যাবেন তারা যেন জেলা মানবসম্পদ অফিস অথবা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নাম নিবন্ধন ও উবায়োমেট্রিক দিয়ে স্মার্ট আইডি কার্ড নিয়ে যান।

উল্লেখ্য সেমিনারে  প্রবাসী পরিবারের ৬ জনকে ৯৯০০ টাকা ও ২ জনকে ২৭০০০ টাকা করে মোট.১১৩৪০০ টাকা শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।

Bootstrap Image Preview