Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্মৃতি ইরানির কাছে হারতে চলেছেন রাহুল গান্ধী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০১:৪৫ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০১:৫১ PM

bdmorning Image Preview


বিজেপি শাসিত যোগী রাজ্যে আমেঠিতে পাখির চোখ করে রেখেছিল পদ্মশিবির। ২০১৪ সালে সেখানে রাহুল গান্ধীর সঙ্গে আপ্রাণ লড়েও গড় জিততে পারেননি স্মৃতি ইরানি। এরপর ২০১৯ লোকসভা নির্বাচন গণনা শুরু হতেই দেখা যায় আমেঠিতে উলট পূরাণ।

দীর্ঘদিন ধরে গান্ধীদের গড় আমেঠিতে কংগ্রেস নিজের ভিত শক্ত করেছে। সেই ভিতের ওপরেই দাঁড়িয়ে কংগ্রেসের তরফে একবার আমেঠির মাটি থেকে হারতে হয়নি রাহুলকে । তবে এই প্রথমবার সম্ভবত আমেঠির মাটি থেকে কংগ্রেস ব্যর্থতার স্বাদ পেতে চলেছে। লোকসভা ভোট গণনার প্রথম ট্রেন্ডেই দেখা যাচ্ছে, রাহুল গান্ধীর গড় আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানি থাবা বসাতে চলেছেন।

লোকসভা ভোটে ১৯৭ ও ১৯৯৮ সালেই কংগ্রেসকে নিরাশ করেছিল আমেঠি। তবে সেই ইতিহাস ২০১৯ সালের লোকসভা ভোট আরও একবার ফিরিয়ে দেয় কি না সেদিকে নজর গোটা দেশের।

Bootstrap Image Preview