Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বুধবার, সেপ্টেম্বার ২০১৯ | ৩ আশ্বিন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ১১:৪০ AM
আপডেট: ২৩ মে ২০১৯, ১১:৪০ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গাজীপুরের ইসলামপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গৃহকর্তা শাহ আলম (৩৮), তার স্ত্রী মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)।

শাহ আলম স্থানীয় একটি পোশাক কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর পদে এবং তার স্ত্রী মনিরা বেগম একই কারখানায় সুইং অপারেটর পদে চাকরি করতেন। শাহ আলমের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায়। তার বাবার নাম রহিম মৃধা। শাহ আলম পরিবার নিয়ে ইসলামপুর এলাকায় মো. ইকবাল হোসেন নামে একজনের বাড়িতে ভাড়া থাকতেন।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন ও স্থানীয়রা জানান, কারখানা থেকে বাসায় ফিরে মনিরা বেগম রান্না করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায় এবং মুহূর্তেই আগুন ওই কক্ষ ও পার্শ্ববর্তী আরও দুই কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এবং খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এ সময় ঘরে থাকা চারজনই মারা যায়।

Bootstrap Image Preview