Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আফ্রিদীর মতো হতে চান রশিদ খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৯:৪২ AM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৯:৪২ AM

bdmorning Image Preview


বর্তমান সময় প্রসিদ্ধ লেগ স্পিনার হিসেবে বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রশিদ খান। রশিদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে দেখে দেখে অনুপ্রাণিত তিনি। ক্রিকেটের নতুন আফ্রিদি হতে চান আফগানিস্তানের এই তারকা।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে রশিদ বলেন, 'আফ্রিদি এমন একজন খেলোয়াড়, সারা বিশ্বজুড়ে যার ভক্ত রয়েছে। আপনি প্রতিনিয়ত এমন খেলোয়াড়ের দেখা পাবেন না। তার রেকর্ড দেখলতে হয়তো খুব বেশি সেঞ্চুরি খুঁজে পাবেন না। তবে যখনই সে ব্যাট করতে নামে, নিশ্চিতভাবে ৪-৫টা ছক্কা হাঁকিয়ে দর্শকদের আনন্দ দেয় এবং চলে যায়। এ কারণেই তার এত ভক্ত। আপনি তার ভক্ত হতে বাধ্য।'

বর্তমান সময়ের সেরা এই লেগ স্পিনার ক্যারিয়ার শুরু করেছিলেন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। আর এই অনুপ্রেরণা তিনি পেয়েছেন আফ্রিদির কাছ থেকেই। সে প্রেরণার ঝলক ঝলক এর মধ্যেই একটু একটু করে দেখা শুরু করেছে বিশ্ব। গত আইপিএলের প্লে-অফের কথাই ভাবুন। শেষদিকে ব্যাট করতে নেমে রশিদ ঝড়ে হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এখনো বিভিন্ন ম্যাচে শেষদিকে রশিদের ঝড় দেখা যায়।

ক্রিকেটে ‘নতুন আফ্রিদি’ হওয়ার স্বপ্নটা ভালোভাবেই ধরে রেখেছেন রশিদ।

Bootstrap Image Preview