Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

২৪ বার এভারেস্টে উঠে বিশ্ব রের্কড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১০:৩৭ PM
আপডেট: ২২ মে ২০১৯, ১০:৩৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


অবিশ্বাস্য হলেও এবার সত্যিই এভারেস্ট জয় করার ঘটনা ঘটিয়েছেন নেপালের পর্বত আরোহীদের গাইড কামি রিতা শেরপা। ২৩ বারের মতো এভারেস্টে উঠে বিশ্ব রেকর্ড করেছিলেন।

এরপর মঙ্গলবারই (২১ মে) নিজেই সেই রেকর্ড ভাঙলেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ ২৪ বারের মতো এভারেস্টে উঠে নিজেই ভাঙলেন নিজের রের্কড।

সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা বলছিলেন, এটা ঐতিহাসিক ঘটনা। এক নতুন রেকর্ড করলেন কামি রিতা। ভারতীয় পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছান পর্বতে।

সেদিনই তিনি বলেছিলেন, তিনি এ মৌসুমেই আবার এভারেস্টে পৌঁছাতে চান। আমি খুব আনন্দিত ও গর্বিত। আমার মনে হয়, আমি আবার পর্বতে যাব।

কামি বলেছেন, তিনি রেকর্ড করার জন্য পর্বতে চড়েন না। কেবল পর্বতারোহীদের গাইড হিসেবে সঙ্গে থাকার হিসাবগুলো করেন। কামির কথা, 'আমি রেকর্ড করার জন্য উঠি না। আমি শুধু কাজ করি।'

এছাড়াও রয়েছে পাহাড়ে উঠার অনবদ্য দক্ষতা, দুই দশকেরও বেশি সময় ধরে পর্বত আরোহীদের গাইড হিসেবে কাজ করেন কামি রিতা। প্রথম ১৯৯৪ সালে আট হাজার ৮৪৮ মিটারের (২৯ হাজার ২৯ ফুট) উচ্চতার বিশ্বের সর্বোচ্চ চূড়ায় পৌঁছান তিনি।

গত ২৫ বছরে পাঁচটি আট হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গে ৩৫বার উঠেছেন। এর মধ্যে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ পাকিস্তানের কেটুও আছে।

গত বছর ২২ বারের মতো এভারেস্টে পৌঁছে এর আগের সর্বোচ্চ ২১ বার এ শৃঙ্গে ওঠার রেকর্ড ভাঙেন। এর আগে দু'জন শেরপা এই রেকর্ড করেছিলেন। তাদের দু'জনই এখন অবসরে আছেন। গত সপ্তাহে ২৩ বার ওঠার পর যখন বেসক্যাম্পে পৌঁছান তখন কামিকে সংবর্ধনা দেওয়া হয়।

কম অক্সিজেনে, এত উচ্চতায় ও স্বল্প সময়ে থেকে কাজ করার অভিনব এক দক্ষতা আছে এই পাহাড়ে উঠার, আর এরা নেপালের পর্বত শিল্পের মেরুদণ্ড। একমাত্র শেরোপা সম্প্রদায়ের রয়েছে এক অসাধারণ দক্ষতা।

১৯৫৩ সালে এডমুন্ড হিলারি এবং তেনজিং নরগে প্রথম এভারেস্ট জয় করেন। এরপর থেকে এভারেস্টে আরোহণ অত্যন্ত বড় ব্যবসা হয়ে উঠেছে।

এভারেস্টসহ হিমালয়ের শৃঙ্গগুলোতে ওঠার উপযুক্ত সময় এই এপ্রিল ও মে মাসের সময়টা। এ সময়কার আবহাওয়া পর্বত আরোহণে বেশ উপযোগী।

এ মৌসুমে নেপাল রেকর্ডসংখ্যক ৩৮১টি আরোহণের অনুরোধ অনুমোদন করেছে। প্রতিটি আরোহণের জন্য ফি ১১ হাজার মার্কিন ডলার। এভারেস্ট জয় প্রত্যাশী প্রতিটি পর্বতারোহী নেপালি গাইড নেন। এবার ৭৫০ জন আরোহী নেপালের পথে এভারেস্টে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। আর তিব্বতের পথ ধরে ১৪০ জন আরোহী এভারেস্টে উঠতে চেষ্টা করছেন। গত বছর ৮০৭ জন এভারেস্টে উঠেছিলেন। এবার সেই রেকর্ড ভাঙবে।

Bootstrap Image Preview