Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেকোনো অবস্থায় সৌদির পাশে থাকবে ইমরান খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ০৭:৪৭ PM
আপডেট: ২২ মে ২০১৯, ০৭:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি আরবের মক্কা ও জেদ্দা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এ সম্পর্কিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়, যেকোনো অবস্থায় সৌদির পাশে থাকবে ইমরান খান সরকার। 

এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহাম্মদ ফায়সাল জানান, 'পবিত্র নগরী মক্কা ও জেদ্দাকে লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। পাকিস্তান শুরু থেকেই সর্বদা সৌদির পাশে ছিল।

সৌদি আরব যেকোনো পরিস্থিতিতে পাকিস্তানকে সঙ্গে পাবে। এ সময় ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করায় সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেসের বিচক্ষণতার প্রশংসা করেন তিনি।

প্রসঙ্গত,গত সোমবার সকালে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের মক্কা ও জেদ্দা নগরীকে লক্ষ্য করে দুইটি ব্যালাস্টিক মিসাইল ছুড়লে একটি জেদ্দার রেড সি পোর্টের কাছে ও অপরটি মক্কা থেকে ৫০ কিলোমিটার দূরে তায়েফে ভূপাতিত করে সৌদি এয়ার ডিফেন্স ফোর্সেস।

 এছাড়াও গত সপ্তাহে সৌদি আরবের দুইটি পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। এ হামলার পর সৌদির বৃহত্তম তেল সরবরাহকারী প্রতিষ্ঠান 'আরমাকো' তেল সরবরাহ বন্ধের ঘোষণা দেয়।

 

Bootstrap Image Preview