Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীশংকৈলে ইএসডিও’র মতবিনিময় সভা

খুরশিদ আলম, রানীশংকৈল প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০১৯, ০৬:১৪ PM
আপডেট: ২২ মে ২০১৯, ০৬:১৪ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


দলিত ও আদিবাসী সম্প্রদায় ভুমিহীন মানুষদের পূর্ণবাসন করার লক্ষে ঠাকুরগাওঁয়ের রানীশংকৈল উপজেলা ভুমি অফিসে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মে) বিকেলে উপজেলা ভুমি অফিসের গোলচত্বরে ভুমি অফিসের কর্মকর্তা রাজনৈতিক নেতা  এবং মুলশ্রোতধারা নেতৃবৃন্দের নিয়ে সহকারি কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে এ আলোচনা সভা হয়।

সভায় কয়েকজন ভুমিহীন ব্যক্তি তাদের জমি বন্দোবস্ত দেওয়ার আবেদন জানান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক আতাউর রহমান উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোসারফ হোসেন বুলু, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত কুমার বসাক, খোকন সরকার, প্রেমদীপ প্রকল্পে জেলা সম্বন্বয়কারী সিরাজুস সালেকীন, সিনিয়র কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, উপজেলা প্রেমদীপ প্রকল্পের ব্যবস্থাপক খায়রুল আলম প্রমুখ। 

এছাড়াও ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা-কর্মচারী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ২২জন ভুমিহীনকে যাচাই বাছাই সাপেক্ষে জমি বন্দোবস্ত দেওয়ার সিদ্বান্ত হয়।

Bootstrap Image Preview