Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় বাছাইকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ২২ মে ২০১৯, ০৫:২৬ PM
আপডেট: ২২ মে ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় ধান সংগ্রহ শুরু হয়েছে। পৌরসভার কার্ডধারী কৃষকদের উপস্থিতিতে লটারির মাধ্যমে উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ধান সংগ্রহ উদ্বোধনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার রহমান প্রমুখ।

জানা গেছে, উপজেলায় কার্ডধারী কৃষকের সংখ্যা ৫৮ হাজার। এবার সরকারি বরাদ্দ ১২’শ মেট্রিক টন, ধান দিতে পারবে ১ হাজার ২ শত জন কৃষক। ১ জন কৃষক ১ টন করে ধান দিতে পারবে। লটারির মাধ্যমে সরাসরি কৃষক এ ধান দিতে পারবে। এভাবে পৌরসভাসহ ১২টি ইউনিয়নে ধান সংগ্রহ চলবে।

এর আগে সিংড়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে ১০৪০ টাকা দরে ধান ক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়। ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে কৃষকদের জানানো হবে বলে জানা গেছে।

Bootstrap Image Preview