Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়লেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ২২ মে ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


গত শুক্রবার ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে তিন দিনের ছুটিতে দেশে ফিরেছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছুটি কাটিয়ে বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইংল্যান্ড বিশকাপ মিশনকে সামনে রেখে দেশ ছাড়লেন তিনি। দেশ ছাড়ার আগে সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। 

বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে মাশরাফি বাংলাদেশ দল ও বিশ্বকাপে সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন, ‘সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। ত্রিদেশীয় সিরিজ জিতে সবাই বেশ আত্মবিশ্বাসী, আপনারা দোয়া করবেন বাংলাদেশ দলের জন্যে।’

ইংল্যান্ডে পৌঁছানোর পর আগামীকাল বৃহস্পতিবার লন্ডনে বিশ্বকাপে অংশ নেয়া দশ দেশের অধিনায়কদের নিয়ে আইসিসির একটি আয়োজন রয়েছে। লন্ডনের এই অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি সেদিনই যাবেন কার্ডিফ।

এদিকে ত্রিদেশীয় সিরজের ফাইনাল শেষে পরিবারের সাথে দুবাইতে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন তামিম ইকবাল।আগামীকাল বৃহস্পতিবার লেস্টারে বিশ্বকাপ দলে বাকি ১৩ সদস্যের সঙ্গে যোগ দেবেন মাশরাফি ও তামিম। এরপর একই দিন মাশরাফির নেতৃত্বে পুরো দল কার্ডিফে উদ্দেশ্যে রওনা দেবে। 

২৬ ও ২৮ মে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকেই আইসিসির অতিথি হিসেবে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে দল। ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

Bootstrap Image Preview